ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

কলকাতা, ১৪ জুলাই: রাজ্যে করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা ক্রমশ বাড়ছে। নতুন করে কলকাতার (Kolkata) বেশ কিছু এলাকাকে কন্টাইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ৩১ হাজার পেরিয়ে গেছে কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রদফতরের থেকে একটি গ্রাফ পেশ করে দাবি করা হয়, পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়।

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটাই ভাল। গ্রাফ মারফত তুলে ধরা হয়েছে সেই ছবি। ১৫ এপ্রিলে গোটা দেশের নিরিখে বাংলার করোনা আক্রান্তের হার মাত্র ২.৩২ শতাংশ, ৩০ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছিল ৩.১৪ শতাংশ। সর্বশেষ হিসেব অনুযায়ী, ১২ জুলাই দেশের অন্যান্য রাজ্যের মধ্যে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৩.৪২ শতাংশ। নি:সন্দেহে করোনা সংক্রমণের হার উর্দ্ধমুখী কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এখনও অনেকটাই ভাল পরিস্থিতিতে রয়েছে বলে টুইটে দাবি করা হয়।