ফাইল ছবি

কলকাতা, ৮ জুলাই: আবারও বাড়ল উদ্বেগ। রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus in West Bengal) ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। সুস্থ হয়েছেন ১৪৯০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লক্ষ ৯ হাজার ২১৮। তবে, এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। মারণ ভাইরাসের বলি ১৭, ৮৬৭ জন। তবে, দুশ্চিন্তা রেখে বাড়ছে উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিংয়ের আক্রান্তের সংখ্যা।

এদিকে, গোটা দেশের চিত্রটাও দুশ্চিন্তা বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণ কমতে কমতেও যেন থমকে আছে৷ বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ২৯১ জন৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৮১৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৯ হাজার ৫৫৭ জন৷ আরও পড়ুন, ৪৫ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুমিছিল

ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৮২৫ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৪ লাখ ৬০ হাজার ৭০৪টি৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫ হাজার ২৮ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৫৪৯৷