ডেল্টার চোখ রাঙানির মধ্যে শুরু ল্যাম্বডা প্রজাতির উৎপাত৷ দৈনিক সংক্রমণ কমতে কমতেও যেন থমকে আছে৷ বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৫ হাজার ৮৯২ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ২৯১ জন৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৮১৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৯ হাজার ৫৫৭ জন৷ ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৮২৫ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৪ লাখ ৬০ হাজার ৭০৪টি৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫ হাজার ২৮ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৫৪৯৷
India reports 45,892 new #COVID19 cases, 44,291 recoveries, and 817 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,07,09,557
Total recoveries: 2,98,43,825
Active cases: 4,60,704
Death toll: 4,05,028
Total vaccinated: 36,48,47,549 (33,81,671 in last 24 hrs) pic.twitter.com/KFEi9MClz4
— ANI (@ANI) July 8, 2021