করোনাভাইরাস (Photo Credit: IANS)

কলকাতা, ১৫ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত সন্দেহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে (North Bengal Medical College And Hospital) ভর্তি হলেন হাসপাতালেরই এক চিকিৎসক (Doctor)। শনিবার রাতেই জ্বর নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভরতি হন অরুণাভ ঘোষ (Arunava Ghosh) নামে ওই চিকিৎসক। অন্যদিকে, জ্বর-কাশি নিয়ে রবিবার বেলেঘাটা আইডিতে ভরতি করা হয়েছে নিউ ব্যারাকপুরের বাসিন্দা এক বৃদ্ধাকে। জানা গেছে, মেডিসিন বিভাগের চিকিৎসক অরুনাভ ঘোষ। সম্প্রতি তিনি ফ্রান্স থেকে দেশে ফেরেন। শনিবার সকালে তাঁর জ্বর আসে। রাতে নিজেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার সিদ্ধান্ত নেন। সেই মতো রাতেই ভর্তি হয়ে যান আইসোলেশন ওয়ার্ডে। রবিবারই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একটি বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে। তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা। কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। জানা গেছে, বৃদ্ধার ছেলে সস্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। আরও পড়ুন: Coronavirus Scare: করোনাভাইরাস সংক্রমণ রুখতে এসি ট্রেনে বন্ধ করা হল কম্বল ও পর্দার ব্যবহার

বর্তমানে মোট ১০ জন ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এরমধ্যে একজন সুইৎজারল্যান্ড থেকে ফিরেছেন সদ্য। এই ১০ জনেরও নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এর আগে ৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যাদের কারোর দেহেই মেলেনি করোনাভাইরাস।