Coronavirus in India (Photo Credits: PTI)

কলকাতা, ১ জুলাই: গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৬১১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। ফলে বাংলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে মোট ৬৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৮ জন। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ৫২৮ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৬৫৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ,৮৫ হাজার ৪৯৩জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০৭ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৪০০। আরও পড়ুন: Dilip Ghosh: দিলীপ ঘোষের উপর হওয়া হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের

এদিকে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক পুলিশ কর্মীর। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারান পুলিশ আধিকারিক এএসআই হাসান ফকির।