কলকাতা, ২৮ জুলাই: বুধবার দেশে দৈনিক করোনা সংক্ৰমণ (COVID-19) হঠাৎই উর্ধ্বমুখী। একই অবস্থা রাজ্যেরও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। তাও বেশ খানিকটা। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত ৮১৫। পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুসংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি ১৪। তবে তুলনামূলক সুস্থতার সংখ্যা বেড়েছে। ৮১১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন।
উত্তর ২৪ পরগনায় ১০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা। সেখানে ১১৪ জন করোনায় আক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১ জন। ৮০ জন আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,২৫,৭৭৩। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১০৯ জন।
আরও পড়ুন, তৃতীয় ঢেউয়ের গেরো, দেশে নতুন করোনা রোগী ৪৩ হাজার ৬৫৪ জন
দেশে ২৯ হাজারে নেমে যাওয়া সংক্রমণ এক দিনের ব্যবধানে আরও ১৪ হাজার বাড়ল৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে বাড়িয়ে মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases India) হলেন ৪৩ হাজার ৬৫৪ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন৷ ২৪ ঘণ্টায় করোনার বলি ৬৪০ জন৷