ছবি আইএএনএস

কলকাতা, ২৭ জুলাই: রাজ্যে কমল করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬২ জন। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৪,৯৫৮। মারণ ভাইরাসের বলি ১০। সামান্য বাড়ল মৃত্যুসংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৮ জন।

সংক্রমণের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ৮১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং(Darjeeling), সেখানে সংক্রমিত ৭৭ জন। তৃতীয় স্থানে আবারও কলকাতা (Kolkata)। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৪। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,২৪,৯৫৮। রাজ্যে সবথেকে বেশি মৃত্যুর সংখ্যা জলপাইগুড়িতে। আরও পড়ুন, ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের হুঁশিয়ারি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

এদিকে দেশে সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন৷ গত ২৪ ঘণ্টায় মারণ রোগের বলি ৪১৫ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ৯৮ হাজার ১০০টি৷ ইতিমধ্যেই করোনাকে জয় করেছেন ৩ কোটি ৬ লাখ ২১ হাজার ৪৬৯ জন৷