Coronavirus Cases in West Bengal: রাজ্যে আরও কমল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার
ছবি আইএএনএস

কলকাতা, ১৪ জুন: মাসখানেক 'কার্যত বিধিনিষেধ' বা বলা যেতে পারে আংশিক লকডাউন পালন করেছে রাজ্যবাসী। আর তার ফল যে বেশ কার্যকর হয়েছে তাও দেখতে পাচ্ছে তারা। রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরে কমেছে করোনার ভয়াবহতা। অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। বেড সংকট, অক্সিজেনের সংকট অনেকটাই কম। এরই মধ্যে আশা জাগিয়ে আজ আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫১৯ জন। কিন্তু সংকট এখনও কাটেনি। তাই আগামী ১ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬,৯৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,১৭১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪,৬১,২৫৭ জন। বর্তমানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৮,৯২১ জন। রাজ্যে সুস্থতার হার সুস্থতার হার ৯৭.৫৫ জন। আরও পড়ুন, ৭২ দিনে সবথেকে কম সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৭০ হাজার ৪২১ জন

দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন৷ গত ৭২ দিনে আজই সবথেকে নিম্নমুখী করোনার নতুন সংক্রমণ৷ গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫০১ জন৷ তবে মৃতের সংখ্যা খুব একটা কমেনি৷ গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৩ হাজার ৩ হাজার ৯২১৷ সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০৷