কলকাতা, ১০ মে: রাজ্যের করোনা (COVID-19) পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। একদিনে একধাক্কায় বেড়ে গেল মৃত্যু (Death) সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জন রাজ্যবাসীর। চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। সবথেকে বেশি সংক্ৰমণ এই জেলাতেই। আক্রান্ত ৩ হাজার ৯৭১ জন, একদিনে ৪২ জনের মৃত্যু হয়েছে এখানে। সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। মৃত্যু হয়েছে ৩৪ জনের, ৩ হাজার ৯৪৮ জন আক্রান্ত।
এরপরই করোনার বাড়বাড়ন্ত দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে হয়েছেন ১৮ হাজার ৬৭৫ জন। এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৬.২৬ শতাংশ। আরও পড়ুন, লকডাউনের জের, দৈনিক সংক্রমণ কমে ৩ লাখ ৬৬ হাজার ১৬১
সোমবার শেষ বুলেটিন অনুযায়ী, দেশে সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন৷ গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৩ হাজার ৭৫৪ জন৷ সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জন৷ দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন৷ মৃত্যুমিছিলে শামিল ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন৷ এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন৷ এখনও পর্যন্ত করোনার টিকাকরণের আওতায় এসেছেন ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন৷