করোনাভাইরাস (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ এপ্রিল: রাজ্যে (West Bengal) করোনা আক্রান্তের (COVID-19 Cases) সংখ্যা প্রায় ৭ হাজার ছুঁই ছুঁই। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৬৯। মৃত্যু হয়েছে ২২ জনের। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৬, ৯৮১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯২.৫৫ শতাংশে।

কলকাতা এবং সংলগ্ন উত্তর ২৪ পরগনাতেই আক্রান্তের হার সবথেকে বেশি। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১৬১৫। উত্তর ২৪ পরগনাতে আক্রান্ত ১৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৮৭ জন। আরও পড়ুন, নববর্ষে খারাপ খবর, করোনায় দৈনিক সংক্রমণ ছাড়াল ২ লাখের গণ্ডী

এদিকে একের পর এক রাজনৈতিক সভা, জনসভা, প্রচার চলছে। বাকি এখনও আরও চার দফার নির্বাচন। যে হারে সংক্রমণের মাত্রা বাড়ছে তাতে আগামী দিনগুলোয় পরিস্থিতি কী হতে চলেছে তা নিয়ে আতঙ্কিত রাজ্যবাসী।

দেশের করোনা গ্রাফ আরও উদ্বেগজনক। সারাদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ৩৮ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন।