কলকাতা, ১১ এপ্রিল: চতুর্থ দফা নির্বাচনে উত্তপ্ত হয়ে পড়ে শীতলকুচি (Sitalkuchi)। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। অশান্তির কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫। শীতলকুচি অশান্তির আঁচ কমতে না কমতেই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে। ১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে। কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’
তিনি আরও বলেন, 'সেন্ট্রাল ফোর্স হাতে বন্দুক নিয়ে ঘুরতে আসেনি। কেউ লাল চোখ দেখাতে পারবে না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।' এই মন্তব্যের তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "এই মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল। এতে বিজেপির মানসিকতার প্রতিফলন ঘটেছে।" আরও পড়ুন, 'আমি রয়্যাল বেঙ্গল টাইগার' : মমতা বন্দ্যোপাধ্যায়
শনিবার শীতলকুচিতে ৪ ব্যক্তি প্রাণ হারান। কেন্দ্রীয় বাহিনীর দাবি করে, হঠাৎই ৩০০-৪০০ লোক ঘিরে ধরে তাদের। দু-পক্ষের ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। পরে কমিশনও জানায়, কেন্দ্রীয় বাহিনীই গুলি চালিয়েছিল। যদিও গোটা বিষয়টি এখনও তদন্ত করে দেখছে কমিশন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও কমিশনের নেতা মন্ত্রীদের ৭২ ঘণ্টা কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় তা সম্ভব হয়নি। তাই ভিডিও কলে তিনি কথা বলেন। তবে ১৪ এপ্রিল তিনি সেখানে যাবেন বলে জানান। আজ তৃণমূল জায়গায় জায়গায় কালো ব্যাজ পরে শীতলকুচি ঘটনার বিক্ষোভ প্রদর্শন করে।