কাঁথি, ১৫ ডিসেম্বর:অধিকারী গড়েও ধরাশায়ী বিজেপি। শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি (Contai)-তেও তৃণমূলের জয়জয়কার। লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের মত কাঁথির সমবায় সমিতির ভোটেও মমতা ঝড়ে উড়ে গেল বিজেপি। কাঁথি সমবায় সমিতির ১০৭টি আসনের মধ্যে তৃণমূল ১০১, বিজেপি ৭টিতে জিতল। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কার্যত শান্তিপূর্ণ ভোটে অধিকারী গড়ে সেঞ্চুরি হাঁকালেন দিদি। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতলেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।
কাঁথির সমবায় ভোটকে বেশ গুরুত্ব দিয়েছিলেন মমতা। উত্তরবঙ্গের কিছু অংশ আর তমলুক, কাঁথিতেই এখন তৃণমূলের দাপট তেমন নেই। অধিকারী গড় উদ্ধার তাই সমবায় সমিতি নির্বাচনকে গুরুত্ব দিয়ে অখিল গিরিকে বড় দায়িত্ব দিয়েছিলেন দিদি। আর দিদির দেওয়া দায়িত্বে অখিল গিরি বড় সাফল্য পেলেন।
কাঁথি সমবায় সমিতির ফল নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের টুইট
Final Tally of Contai Cooperative Bank. Out of 108 @AITCofficial 101. Directors 15 e 15. We won all the Blocks.
কাঁথি সমবায় ব্যাঙ্কে তৃণমূলের বিপুল জয়। কেন্দ্রীয় বাহিনীর চক্রান্ত ব্যর্থ। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। জয় বাংলা। pic.twitter.com/9SSqVp4hIB
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 15, 2024
ক মাস আগে কাঁথি লোকসভা ভোটে ভাল লড়াই করলেও বিজেপি-র সৌমেন্দু অধিকারীর কাছে প্রায় ৪৮ হাজার ভোটে হেরে গিয়েছিলেন তৃণমূলের উত্তম বারিক। ২০২৬ বিধানসভা ভোটে তমলুক-কাঁথি-তে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে দিদির দল। তার আগে সমবায় সমিতির বড় জয় তৃণমূল কর্মীদের মনোবল বাড়িয়ে দিল।