Photo Credits: ANI

কলকাতা: কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka assembly elections 2023) ফলাফল প্রকাশ পেয়েছে শনিবার। দক্ষিণের এই রাজ্যে বিজেপিকে (BJP) উৎখাত করে বিশাল জয় পেয়েছে কংগ্রেস (Congress)। এরপরই রবিবার সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর সাংবাদিকের মুখোমুখি হয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ (Opposition Unity) হওয়ার এটাই উপযুক্ত সময় বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি (West Bengal Congress Chief) ও বহরমপুরের সাংসদ (MP) অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। যদি এখনও বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে দেশের মানুষ তাদের ক্ষমা (forgive) করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধীর চৌধুরী বলেন, "আমরা সেই প্রথম থেকে বলে আসছি যে যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে তাহলে বিজেপি কখনই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কর্নাটকে ফলাফল প্রকাশের পরে দেশজুড়ে একটা তরঙ্গ (wave) উঠেছে। আর মানুষ বলছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও বিজেপির দিন শেষ হয়ে এসেছে।"

তিনি আরও বলেন, "যদি বিরোধীরা এখনও ঐক্যবদ্ধ না হয় তাহলে এই দেশের মানুষ আমাদের কোনওদিনই ক্ষমা করবে না। একটা বিষয় মনে রাখতে হবে যে মানুষ কোনওদিনই ফিক্সড ডিপোজিটের মতো কোনও রাজনৈতিক দলের সঙ্গে সবসময় থাকে না। সময় অনুযায়ী নিজেদের মতামত বদলায়।"

অধীর চৌধুরীর কথায়, কর্নাটকে কংগ্রেসের জয়ে গোটা দেশ আনন্দ করছে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মানুষের ভালোবাসা পেয়েছে। আসলে কংগ্রেস যে সত্যের প্রতীক তা বুঝতে পেরেছে মানুষ। আরও পড়ুন: CM Mamata's Big Tension: ক্রমেই বাড়ছে কুড়মি আন্দোলনের তেজ, আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ভীত মুখ্যমন্ত্রী