
দেশে চলতি বছর থেকেই শুরু হবে জাতি জনগণনা (Caste Census)। যদিও দিনক্ষণ এখনও নিশ্চিত না হলেও গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চুড়ান্ত হয়। মোদী সরকারের এই সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবে মনে করছে কংগ্রেস। কারণ রাহুল গান্ধীর দীর্ঘদিনের দাবিকে অবশেষে মান্যতা দিয়েছে কেন্দ্র সরকার। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়ে যতটা উচ্ছ্বসিত মোদী-শাহ, তাঁর থেকে বেশি খুশি কংগ্রেস শিবির। এমনকী ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও এই নিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করেছেন।
জাতি জনগণনা নিয়ে মন্তব্য অধীরের
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি বলেছেন, বিরোধীরা দীর্ঘদিন ধরেই জাতিভিত্তিক জনগণনার দাবি করে এসেছে। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিভিন্ন প্রচারের মাধ্যমে দেশবাসীকে এই গণনা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছেন। গত লোকসভাতেও এই নিয়ে দেশজুড়ে প্রচার করা হয়েছে। বোঝানো হয়েছিল জনসংখ্যা অনুযায়ী অধিকার দিতে হবে। অবশেষে প্রধানমন্ত্রী মোদী চাপে পড়ে এই দাবিকে মান্যতা দিয়েছে।
দেখুন অধীর রঞ্জন চৌধুরির বক্তব্য
#WATCH | Asansol, West Bengal: On Caste census, Congress leader Adhir Ranjan Chowdhury says, "For the last several years, under the leadership of Rahul Gandhi, there has been a continuous demand in the country that there should be a caste census in the country...Rahul Gandhi's… pic.twitter.com/TMl6lF9Y3r
— ANI (@ANI) May 1, 2025
সংরক্ষণ নিয়ে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরির
একই সঙ্গে অধীর চৌধুরি আরও বলেন, তবে জাতি জনগণনা করেই কাজ সাড়লে হবে না। আগামীদিনে এই গণনার ভিত্তিতে সংরক্ষণের মাণদণ্ড স্থির করতে হবে। সরকারি এবং বেসরকারিতেও এই সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। সকলেই যেন সমান অধিকার পায় সেটা নিশ্চিত করতে হবে।