খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। নির্বাচনের মনোনয়ন শুরুর দিনেই গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মীকে বলে অভিযোগ।ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী ১০ দিন আগে কেরালা থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যেবেলায় তাস খেলার সময় অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুলচাঁদ শেখের।
কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, 'খড়গ্রাম প্রশাসনের মদতে অভিযুক্ত হামলা চালিয়েছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।তৃণমূল ব্যালটের নির্বাচন চাই, না বুলেটের নির্বাচন চাই?আমরা তৃণমূল কংগ্রেসকে রক্তের রাজনীতি করতে দেব না '।
রাজ্যপালকে অবাধ নির্বাচনের জন্য় কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছেন অধীর চৌধুরী। শুধু তিনি নয়, বিজেপি রাজ্যসভাপতিও রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং এই সন্ত্রাসের আবহে যাতে সুষ্ঠভাবে নির্বাচন হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্বাচন করার আবেদন জানান। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফে খুনের ঘটনার তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
#WATCH | Congress workers hold protest outside the office of the West Bengal State Election Commission in Kolkata over the murder of the alleged murder of a party worker in Khargram of Murshidabad pic.twitter.com/zz9DnXfLgM
— ANI (@ANI) June 10, 2023