Kolkata Highcourt. Photo Source: Wikipedia

কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে ৷"

২০১৭ সালে লেখা শ্রীজাত-র (Srijato Bandopadhyay)কবিতা  'অভিশাপ' সৃষ্টি করেছিল বিতর্কের। বাধ্য হয়ে কবিতাটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছিল ফেসবুক ৷ কিন্তু তাতে বিতর্ক তো থামার নয় ৷ ত্রিশূল হিন্দু ধর্মের প্রতীক ৷ সুতরাং তাঁর লেখা কবিতায় এক শ্রেণির ধর্মকে অবমাননা করেছেন শ্রীজাত ৷ এই মর্মে বাঙালি কবির বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশকে তদন্ত করে ১৭ নভেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা

২০১৭ সালে বিমানবন্দর থানায় শ্রীজাত-র বিরুদ্ধে এই ঘটনায় প্রথম অভিযোগ দায়ের হয় ৷ একইসঙ্গে বিধাননগর থানাতেও দায়ের হয়েছিল অভিযোগ ৷ তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ২০২১সালে  হাইকোর্টে মামলা করেছিলেন বিপ্লব কুমার চৌধুরী ৷  মামলাকারী বিপ্লব কুমার চৌধুরীই ২০১৭ সালে  প্রথম বিমানবন্দর থানা ও পরে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। সম্প্রতি এ ব্যাপারে বিচারপতি রাজা শেখর মান্থার (Rajasekhar Mantha) দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি ৷ মামলাকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারেট মামলাটি ডেপুটি কমিশনার অফ পুলিশের হাতে সঁপে দিয়েছে জানার পর আদালত এদিনই রিপোর্ট তলব করে।