Representational Image (Photo Credit: X)

ভারত–পাক উত্তেজনার মাঝেই ফেসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট শেয়ার করার অপরাধে গ্রেফতার করা হল এক যুবককে।ধৃতের নাম মোস্তাক মন্ডল (Mostaq Mondal)। তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর থানা (Bishnupur PS)-র বগডহরা গ্রামে। অভিযুক্ত যুবককে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

গত কয়েকদিন ধরে ভারত–পাক যুদ্ধ পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হতে পারে এই আশঙ্কায় নজরদারি জোরদার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। সম্প্রতি বিষ্ণুপুর থানার পুলিশের নজরে আসে বিষ্ণুপুর থানার বগডোহরা গ্রামের মোস্তাক মন্ডল নামের এক যুবক ‘গাজওয়াতুল হিন্দ’-এর নাম করে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।এরপরই পুলিশ ওই যুবকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় তাঁকে। তদন্তে পুলিশ জানতে পারে কেউ বা কারা এই বিদ্বেষমূলক পোস্ট তৈরি করে বিভিন্ন সামাজিক মাধ্যমের গ্রুপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তেমনই একটি গ্রুপ থেকে ওই বিদ্বেষমূলক পোস্ট সংগ্রহ করে মোস্তাক তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করেন।কে বা কারা এই পোস্ট দেওয়ার মাথায় রয়েছে, তাদের খোঁজও শুরু হয়েছে।