Coal Smuggling Case: কয়লা কেলেঙ্কারির মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি
BJP Leader Jitendra Tiwari. (Photo Credits: ANI)

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:  এবার কয়লা কেলেঙ্কারি মামলায় (Coal Smuggling Case)  বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার সিবিআই কর্তারা এই তথ্য জানিয়েছেন।  শুক্রবারই তাঁকে কয়লা কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আরও পড়ুন-Viral Video: পেমেন্ট নিয়ে গোলমাল, টোল বুথের মহিলা কর্মীর সঙ্গে চুলোচুলি করলেন জওয়ানের স্ত্রী (দেখুন ভিডিও)

জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের প্রাক্তন নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগেই তৃণমূল ত্যাগ করে তিনি বিজেপিতে যোগদান করেন। কয়লা কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস পাঠিয়েছে, তা নিজেই জানিয়েছেন বিজেপি নেতা।

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেছেন, "তদন্তের স্বার্থে একটি তদন্তকারী সংস্থা যাকে খুশি তাকেই ডাকতে পারে।"

উল্লেখ্য, সিবিআই এবং ইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা থেকে কয়লা খনন, পরিবহন এবং বিক্রির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে।