Coal Mine Blast in Birbhum (Photo Credits: IANS)

বীরভূমের লোকপুর এলাকায় এক কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ (Coal Mine Blast in Birbhum)। মৃত্যু হয়েছে ৭ শ্রমিকের। আহত হন অনেকে। প্রাথমিকভাবে খনির ভিতর থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর আরও দুজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। খনির মধ্যে শ্রমিকরা আটকা থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সোমবার সকালে বীরভূমের (Birbhum) খয়রাসোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে কয়লা তোলার সময় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের ভয়াবহতার জেরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে শ্রমিকদের দেহাংশ। কারখানার বেশ কয়েকজন শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ায় তাঁদের প্রাণরক্ষা পেয়েছে। বিস্ফোরণের জেরে কয়লাখনির কাছে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ... 

কয়লাখনি (Coal Mine) থেকে কয়লা ভাঙার জন্যে বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হয়। তার জন্যে ট্রাকে করে বিস্ফোরণ আনা হচ্ছিল। অসাবধানতার জেরে সোমবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অন্যদিন যে পরিমাণ বিস্ফোরক দুটি ট্রাকে করে আনা হয়, এদিন সেই একই পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল একটি ট্রাকে করে। অতিরিক্ত বিস্ফোরক বহনের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।