অপারেশন সিঁদুরের পর দেশজুড়ে অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে গুলি বিনিময়। এই অবস্থায় বুুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সাড়ে। সেখানে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠক সেড়ে আজই মুর্শিদাবাদ সফর সেড়ে কলকাতায় ফিরলেন তিনি। ইতিমঘ্যেই রাজ্যের সমস্ত উচ্চপদস্থ আধিকারিক, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত বিভাগের ছুটিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তবে ফেরার আগে বহরমপুরে একেবারে অন্য মেজাজে দেখা গেল মমতাকে।
কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী
এদিন সার্কিট হাউস থেকে বেরোনোর পর মাঝরাস্তায় আচমকাই নিজের গাড়ি দাঁড় করালেন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথশিশুকে ডাকলেন তিনি। তাঁদের হাতে চকোলেট এবং কিছু টাকা দিলেন তিনি। এরপর অবশ্য সেখান থেকে বেরিয়ে যান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম মানবিক ছবি দেখে আপ্লুত দলীয় কর্মী সমর্থকেরা।
দেখুন ভিডিয়ো
Berhampore, West Bengal: Chief Minister Mamata Banerjee, while leaving the circuit house, gave chocolates and money to children on the roadside pic.twitter.com/dQbvGdzQkd
— IANS (@ians_india) May 7, 2025
মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, গত মাসে ওয়াকফ আন্দোলনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়েছিল মুর্শিদাবাদ। হামলা চালানো হয় একাধিক সাধারণ মানুষের বাড়িতে। মৃত্যুও হয় তিনজনের। তবে বর্তমানে ধুলিয়া, সুতি, সামশেরগঞ্জে ফিরেছে শান্তি। তারপরেই চলতি সপ্তাহে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি ঘুরে দেখেন তিনি।