গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড়বাজারের মেছুয়া এলাকায় ঋতুরাজ নামে একটি হোটেলে। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য দিঘায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখান থেকে বৃহস্পতিবার কলকাতায় ফিরেই সোজা ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল। কথা বলেন দমকল মন্ত্রী সুুজিত বোস, পুলিশ কমিশনার মনোজ ভার্মাদের সঙ্গে। এমনকী আশেপাশের পুরোনো জরাজীর্ণ বাড়িগুলির অবস্থা নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন তিনি।
ভগ্ন বাড়ির অবস্থা দেখে আতঙ্কিত মমতা
তিনি বলেন, “আমি ঘটনাস্থলে এসে আশেপাশে লক্ষ্য করে দেখছি বহু ভগ্ন ও পুরোনো বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন বসবাস করছেন। আমি তাঁদের সমস্যা বুঝতে পারছি। কিন্তু সেই সমস্যার থেকে তো মানুষের জীবন ছোট নয়। বারংবার আপনাদের এই ভগ্ন বাড়িগুলি থেকে বেরোতে বলছি। হাতে তিনমাস সময় দিন, তারমধ্যে সংস্কার করা হয়ে গেলে আপনারা ফিরে আসবেন। কিন্তু আপনারা সড়বেন না, তারপর এধরনের ঘটনা ঘটলে আমাদেরই দোষ দেবেন”।
দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
#WATCH | On Kolkata hotel fire incident, West Bengal CM Mamata Banerjee says, " ...We are going to make a committee to investigate this incident...The hotel owner and the manager have been arrested...If any local representative from any party or administration is found to have… pic.twitter.com/JPfjHDMFqd
— ANI (@ANI) May 1, 2025
হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর
এরপর তিনি বলেন, “আমি আপনাদের ১৫ দিন সময় দিচ্ছি, আপনারা বাড়িগুলি থেকে বেরিয়ে পড়ুন। সংস্কার হয়ে গেলে আবার ফিরে আসবেন। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই হোটেলে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল না। এমনকী এত পরিমাণের দাহ্য পদার্থ ছিল যে মানুষ বেরোতে না পেরে ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। আমি এখানে ভোট চাইতে আসিনি। কিন্তু আপনারা ব্যবসা দেখতে গিয়ে যাঁরা আপনাদের গোটেলে আসছেন তাঁদদের সুরক্ষা নিয়ে একটু ভাবুন”।