Mamata Banerjee: করোনা মোকাবিলায় রাজ্য পুলিশের ভূমিকাকে সম্মান জানাতে ১ সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালনের আর্জি মমতা ব্যানার্জির
Photo Source: ANI/Twitter

কলকাতা, ১৭ অগাস্ট: সংক্রমণ রুখতে লকডাউন (Lockdown) চলছে। করোনা (Coronavirus) মোকাবিলায় ফ্রন্টলাইনে দাঁড়িয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গেই রাস্তায় নেমে লড়ছেন পুলিশকর্মীরা। একাধিক পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন মারণভাইরাসে। কেউ সুস্থ হয়ে কাজে ফিরেছেন আবার কেউ করোনা-যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাই রাজ্যের সমস্ত পুলিশকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে ১ সেপ্টেম্বর দিনটি রাজ্য পুলিশ দিবস হিসেবে পালন করার আর্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)।

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, 'সংক্রমণ রুখতে পুলিশকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। একাধিক পুলিশকর্মীর মৃত্যুও করোনা-যুদ্ধে প্রথম সারিতে লড়াই করতে গিয়েছে। তাঁদের কাজ, তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাতেই এই দিনটিতে রাজ্যের সমস্ত পুলিশকর্মীদের সম্মান জানাতে চায় রাজ্য সরকার।' পরবর্তী কালেও শিক্ষক দিবস, নারী দিবসের মতই পালন করা হবে পুলিশ দিবস।

লকডাউন প্রযোজ্য করতে দিন-রাত পুলিশকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতেই এই বিশেষ দিনটি ধার্য করা হয়েছে। রাজ্যে পুলিশদের পাশাপাশি এদিন সাংবাদিকদেরও সম্মান জানাবে রাজ্য সরকার। এদিন তাঁদের হাতেও তুলে দেওয়া হবে সম্মাননা।