মমতা বন্দোপাধ্যায়/ প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

বহরমপুর, ২৫ এপ্রিল: আজ বহরমপুরে তৃণমূল কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করেন নেত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ ফের নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি। দেশজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) করোনার কথা না বলে 'মন কি বাত' (Mann Ki Baat) করছেন তা বন্ধ করুন বলে মন্তব্য করেন। কারও করোনা হলে ভয় না পেয়ে আইসোলেশনে থাকার বার্তা দেন। ভ্যাকসিন, অক্সিজেন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি।

আজ ফের নির্বাচন কমিশনের ৮ দফায় নির্বাচন করানো নিয়ে তোপ দাগেন তিনি। আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার ফের হুঁশিয়ারি দেন। বিজেপি ভোটে টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। কমিশন কোনও ব্যবস্থা করছে না বলে অভিযোগ করেন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, করোনা হলে কাজ বন্ধ না করে বাড়িতে থেকে কাজ করুন। রাজ্যে যাতে এনআরসি-এনআরপিকে রুখে দেবেন বলে তাঁর বার্তা। আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার

মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে গিয়ে জনসভা করতে পারেননি বলে এদিন তিনি দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি খড়দার প্রার্থী কাজল সিন্হার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করে বলেন,"দেশকে শেষ করে দিল প্রধানমন্ত্রী। উনি মন কি বাত করছেন। মন কি বাত বন্ধ করুন, করোনা নিয়ে কথা বলুন। ভ্যাকসিনের দাম কেন ভিন্ন ভিন্ন হবে? 'ওয়ান নেশন ওয়ান ভ্যাকসিন প্রাইস' কেন নয়? আমরা বাংলাকে গুজরাটের কাছে বিক্রি হতে দেব না। আজ দিল্লির বিরুদ্ধে মাথা তোলার সাহস আর কারো নেই। আজ সারা দেশের মানুষ অপেক্ষা করছে বাংলায় কী ফল হয়। কারণ, বাংলাকে দেখে আগামীদিনে ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ হবে। বাংলাকে বাঁচাতে পারলে দিল্লিও ঘুরে দাঁড়াবে।"