
আগামী শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আগে থেকেই সেইজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকী তিনি যতদিন থাকছেন না, ততদিন যাতে রাজ্যের প্রশাসনিক কাজে কোনও সমস্যা না হয় সেইজন্য টাস্ক ফোর্সও গঠন করে দিয়েছেন তিনি। কিন্তু আচমকাই সেই পরিকল্পনা গেল পিছিয়ে। এখনই লন্ডন সফরে যাওয়া হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রীর। আসলে হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) অগ্নিকাণ্ডের কারণেই আপাতত পিছিয়ে গেল তাঁর বিদেশযাত্রা।
আসলে গত ২০ মার্চ লন্ডনে হিথরো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুত সাবস্টেশনে আগুন লেগেছিল। যার লেলিহান শিখা ছড়িয়েছিল বিমানবন্দর চত্বরে। যে কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এয়ারপোর্টের একাংশ। যার ফলে ওই বন্দরে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আর শনিবার রাত ৮টা নাগাদ এই বিমানবন্দরেই নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই কারণে আপাতত লন্ডন সফর স্থগিত রাখা হয়েছে।
সূত্রের খবর, শনিবার অর্থাৎ ২২ মার্চ সকাল ৯টা ১০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে উড়ান ধরার কথা ছিল মুখ্যমন্ত্রী, তাঁর মুখ্যসচিব এবং বেশ কয়েকজন প্রতিনিধিদের। পরিকল্পনা ছিল দুবাই হয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে যাওয়ার। কিন্তু আকষ্মিক দুর্ঘটনা হওয়ায় আপাতত বিদেশযাত্রা পিছিয়ে গেল। আবার তিনি কবে যাবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে আটদিনের সফর শেষে বাংলায় ফিরে তাঁর ছিল ঠাসা কর্মসূচি। ফলে কবে তিনি লন্ডন যাবেন তা এখনও পরিস্কার নয়।