হুইলচেয়ারে বসে পদযাত্রা মমতা ব্যানার্জির (Picture Credits: ANI)

কলকাতা, ১৪ মার্চ: গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করে হুইলচেয়ারে বসে মিছিলে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাড়ি থেকে মেয়ো রোডে সভা স্থলে হাজির হন তিনি। আজ সভায় অংশগ্রহণ করার আগে তিনি টুইটে লেখেন,'আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করব। আমার পায়ে খুব ব্যাথা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি ব্যাথা রয়েছে রাজ্যের মানুষের জন্য।'

  • যদুবাবুর বাজারের কাছে পৌঁছেছে মিছিল।
  • এই মুহূর্তে মিছিল পৌঁছেছে এলগিন রোডে। আশেপাশের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
  • এর আগে নন্দীগ্রামে যে দুর্ঘটনা ঘটেছিল তা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তৃণমূল প্রার্থী মদন মিত্র, শশী পাঁজা, নয়না বন্দোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির মত মুখ রয়েছে মিছিলে। তাঁর দেহরক্ষী হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছেন।
  • টালিগঞ্জের বেশ কিছু কলাকুশলীরা রয়েছেন মিছিলে।
  • মমতা ব্যানার্জির সামনে পিছনে ৫০মিটারের জায়গা ছেড়ে রাখা হয়েছে। হাজরা মোড় পর্যন্ত চলবে এই রোড শো।
  • সভা শেষের পর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা তাঁর। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তিনি।

আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস (Nandigram Dibas)। এইদিনটি উপলক্ষে পুরনো স্মৃতি উস্কে দিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। নন্দীগ্রামের প্রার্থী হয়ে তিনি গর্বিত সে কথা লেখেন তিনি। তিনটি টুইটে তিনি লেখেন, ‘নন্দীগ্রামে ২০০৭ সালে আজকের দিনেই গুলিতে মৃত্যু হয় নিরপরাধ গ্রামবাসীদের। অনেকের দেহ খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের ইতিহাসে আজকের দিনটি একটি কালো দিন। নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই।’