CM Mamata Banerjee. (Photo Credit: Facebook)

কলকাতাঃ চাকরি (Job) ফেরত চাই, এই দাবিতে দিনের পর দিন রাজপথ আঁকড়ে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে ধর্নায় বসেছেন তাঁরা। তাঁদের দাবি মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে এসে কথা বলতে হবে। আর এই প্রসঙ্গ নিয়ে এবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি তো বৈঠক করে বলেছিলাম রিভিউ করার কথা। সেক্ষেত্রে আদালতের কিছু বাধ্য-বাধকতা থাকে কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য।" এদিন চাকরিহারা শিক্ষকদের অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অনুগ্রহ করে আমায় এই বিষয়ে কিছু বলার অনুরোধ করবেন না। ওদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে। এবং তা সবসময় থাকবে। আমি আগেই রিভিউ করার কথা বলি। তবে কোর্টের কিছু নিয়মকানুন রয়েছে। আমাদের দিক থেকে রিভিউ পিটিশন করেছি। তাতে কোর্ট সাড়া দিলে ভাল। কিন্তু আদালত অন্য কোনও সিদ্ধান্ত নিলে তা আমরা মানতে বাধ্য। আদালতের সিদ্ধান্ত মানব না, একথা তো বলা যাবে না।"

চাকরিহারাদের উদ্দেশ্যে কী বললেন তৃণমূল সুপ্রিমো?

চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "আমার এটাই খারাপ লাগে যে আন্দোলনকারীদের যারা উসকাচ্ছে তাঁরাই কিন্তু মামলা করেছে। আমি কারও চাকরি নিয়ে নিইনি। চাকরিগুলো আমাদের জন্য যায়নি। যারা চাকরি খেয়েছেন তাঁরা যদি আজকে স্বার্থরক্ষার গুরু সাজেন তবে আমার আপত্তি আছে।" সবশেষে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি শিক্ষক-শিক্ষিকাদে সম্মান করি। তাঁদের থেকেও আমার ন্যূনতম সম্মান, সৌজন্য প্রত্যাশা করি। রাজনীতির উর্ধ্বে গিয়ে তাঁরা বাচ্চাদের পড়াক, সমাজসেবা করুক। সবাই সমান নয়, অনেকে তা করছেনও।"

 চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর