কলকতা, ৩০ এপ্রিল: ফুটবলার চুনী গোস্বামীর (Chuni Goswami) প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, "কিংবদন্তী চুনী গোস্বামী আর নেই। আমি গভীরভাবে দুঃখিত। একজন সত্যিকারের তারকা এবং একজন ফুটবল আইকন, তিনি ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে ছিলেন। তিনি ছিলেন এক বহুমুখী ব্যক্তিত্ব। দেশে এবং বাংলায় বহু নামী পুরস্কার এনেছিলেন।"
মুখ্যমন্ত্রী লেখেন, "চুনী গোস্বামীর মৃত্যু খেলাধুলা এবং বিশেষত ফুটবল জগতের এক স্মরণীয় ক্ষতি। খেলাধুলার প্রতি প্রচণ্ড আবেগ রয়েছে বাংলার, তাই বাংলা তার এক সেরা পুত্রকে হারিয়েছে। চুনী গোস্বামীর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য অনুরাগীর প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।" আরও পড়ুন: Chuni Goswami Passes Away: প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">While his demise is a monumental loss to the world of sports & particularly football, Bengal, with a great passion for the sport has lost one of her greatest sons. My deepest condolences to Chuni Goswami’s family, friends & innumerable fans. May his soul rest in peace. (2/2)</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/1255853035936518144?ref_src=twsrc%5Etfw">April 30, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে কলকতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চুনী গোস্বামীর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮২ বছরের ভারতীয় ফুটবল নক্ষত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফুটবল মহলে ফুটবল খেলোয়াড়। হলেও ক্রিকেটার হিসেবেও সফল ছিলেন চুনী গোস্বামী। বাংলার হয়ে রনজি ট্রফি-তে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিনি ১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোহনবাগানের (Mohun Bagan A.C) জুনিয়র দলে খেলেন। ভারতীয় ফুটবলার বলাইদাস চট্টোপাধ্যায় ও বাঘা সোমকে কোচ হিসেবে পান তিনি। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ সাল অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভালো ফল করেছিল।