কলকাতা, ৩০ এপ্রিল: প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার (Footballer) চুনী গোস্বামী (Chuni Goswami)। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ফুটবলার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮২ বছরের ভারতীয় ফুটবল নক্ষত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফুটবল মহলে
ফুটবল খেলোয়াড়। হলেও ক্রিকেটার হিসেবেও সফল ছিলেন চুনী গোস্বামী। বাংলার হয়ে রনজি ট্রফি-তে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিনি ১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোহনবাগানের (Mohun Bagan A.C) জুনিয়র দলে খেলেন। ভারতীয় ফুটবলার বলাইদাস চট্টোপাধ্যায় ও বাঘা সোমকে কোচ হিসেবে পান তিনি। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ সাল অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভালো ফল করেছিল। আরও পড়ুন: Coronavirus Outbreak: 'ক্রিকেটে অগ্রাধিকার নয়, সীমান্তে ক্রিয়াকলাপ বন্ধ করুন', শাহিদ আফ্রিদিকে জবাব কপিল দেবের
#ChuniGoswami And now yet another blow !Just got a call from his son that the legndary Chuni Goswami has passed away just now following a cardiac arrest !Cruelest april
— Gautam Bhattacharya (@gbsaltlake) April 30, 2020
তাঁর ফুটবল জীবনের সবথকে বড় কৃতিত্ব ভারতের অধিনায়ক হিসাবে ১৯৬২ সালে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয়। ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। ২টি গোল করেছিলেন পি কে ব্যানার্জি এবং জার্নেল সিং। এছাড়া তিনি অধিনায়ক হিসাবে তেল আভিভে এশিয়া কাপের রুপো পদক জয় করেছিলেন।
ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পরে তিনি ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন এবং রনিজি ট্রফিতে তিনি বাংলার অধিনায়কত্ব করেন। তিনি দুবার রনজি ট্রফির ফাইনাল খেলেছিলেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন এবং ডানহাতে মিডিয়াম পেস বল করতেন। তিনি ৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ১৫৯২ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন ৪৭টি উইকেট। ১৯৬৩ সলে চুনী গোস্বামী অর্জুন পুরস্কার পান। ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছড়া ২০০৫ সালে তিনি মোহনবাগান রত্ন পান।