সপ্তাহখানেক আগেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) ত্রাস বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। তবে এখনও রাজ্যে বিরোধী দলগুলির জন্য সন্দেশখালিতে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার সন্দেশখালি অভিযানে বাধা পেলে রাস্তায় বসে তাঁরা প্রতিবাদ জানায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
তিনি বলেন, গোটা দেশ দেখেছে সন্দেশখালিতে কী হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একবারও এখানে এলেন না, এখানে আসার থেকে তাঁর বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিছিলে যোগ দেওয়া। রাজ্যে প্রচুর জায়গা আছে যেখানে সন্দেশখালির থেকে বেশি ভয়াবহ ঘটনা ঘটেছে। একদিন এমন সময় আসবে যখন রাজ্যের মানুষ ওনাকে টেনে নিয়ে এসে মাটিতে বসাবে।
#WATCH | West Bengal BJP MP Locket Chatterjee says "The entire country is seeing the situation in Sandeshkhali but CM Mamata Banerjee is attending a TMC rally rather than visiting Sandeshkhali. Mamata Banerjee is scared. There are several Sandeshkalis in Bengal. One day, the… pic.twitter.com/DrzQuzIaVx
— ANI (@ANI) March 7, 2024
সন্দেশাখালি অভিযানে পুলিশি বাধা প্রসঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কেন আমাদের গ্রেফতার করা হচ্ছে? সন্দেশখালিতে প্রবেশ করাটা কিসের অপরাধ? ১৪৪ ধারা রয়েছে এর কোনও কাগজ দেখাতে পারছে না পুলিশ। আমাাদের অন্যায়টা কিসের?