এক লাফে দুর্গাপুজোর অনুদান দশ হাজার টাকা বাড়ডিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। রাজ্যের বারোয়ারি দুর্গাপুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন। গত বছর যে অনুদানের পরিমাণটা ছিল ৬০ হাজার টাকা। রাজ্যের প্রায় ৪২ হাজার বারোয়ারি দুর্গাপুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদানের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বিজ্ঞাপনও পুজোগুলিকে দেওয়া হবে। বারোয়ারি পুজোগুলিতে রাজ্য সরকারের হোর্ডিং দেওয়ার জন্যও টাকা দেওয়া হবে। সব মিলিয়ে পুজো কমিটিগুলিকে দু হাত উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা জানিয়ে দিলেন, লক্ষ্মীপুজোর আগের দিন আগামী ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল হবে। আর ২৬ অক্টোবরের মধ্যে ঠাকুর বিসর্জন দিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা এদিন জানান, পুজোকে কেন্দ্র করে বাংলায় ৬০ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। পুজোয় বহু মানুষের রোজগারের ব্যবস্থা হয়। তাই শান্তিতে, নির্বিঘ্নে পুজো হওয়ায় জোর দেন মমতা। তিনি জোর দেন মণ্ডপের অগ্নিনির্বাপক ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ নিয়ে। সব সম্প্রদায়ের সম্প্রীতির পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান মমতা। শান্তিতে, ভাল করে, মন দিয়ে দুর্গাপুজো করার পরামর্শ দিয়ে পুজোর যেন ঢাকি কাঠি ফেলে দিলেন। আরও পডুন-পিঁপড়ে কামড়ালেও এখন ইডি-সিবিআই তদন্ত হচ্ছে, কটাক্ষ মমতার
প্রসঙ্গত, প্রথমে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার। গত বছর সেই অনুদানের পরিমাণ বেড়ে হয় ৬০ হাজার টাকা। ২০২২ দুর্গাপুজোয় রাজ্যের মোট ৪২ হাজার ২৮টি পুজো কমিটিকে এই টাকা দেওয়া হয়। এবার সেই অনুদানের পর বেড়ে হল ৭০ হাজার টাকা।