হাতে গোনা আর কয়েকদিন মাত্র বাকি। আগামী সোমবার কালীপুজো (Kali Puja 2025), তার আগে শুক্রবার কলকাতা, বারাসত সহ রাজ্যের একাধিক বড় পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে এদিন থেকে। শুক্রবার বিকেলে গিরিশ পার্কের একটি সার্বজনীন পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন হল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজোর। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েও মুখ্যমন্ত্রীর গলায় ছিল বহিরাগত প্রসঙ্গ।
বহিরাগত আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এর আগে উত্তরবঙ্গ সফরে থাকাকালীন ভবানীপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে ফোনের মাধ্যমে এই এক ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, কিছু বহিরাগত এলাকায় ঢুকছে। তাঁরা টাকা দিয়ে জমি কিনে বাড়ি বানিয়ে থাকছে, কিংবা ভাড়া নিয়ে থাকা শুরু করছে। যদিও এদিনের অনুষ্ঠানে তিনি তাঁর এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, বহিরাগত মানে যেসব অবাঙালি দীর্ঘদিন ধরে রয়েছে, তাঁদের কথা বলা হচ্ছে না। বরং যাঁরা একটি রাজনৈতিক দলকে সাহায্য করার জন্য ভোটের কয়েকমাস আগেই চলে আসছে, তাঁদের কথা বলা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
Kolkata, West Bengal: CM Mamata Banerjee inaugurated a Kali Puja pandal at Girish Park
(Source: CMO) pic.twitter.com/Yeps7Fh3Gt
— IANS (@ians_india) October 17, 2025
বাংলার বাড়ি প্রকল্পকে বস্তি এলাকায় বাস্তবায়নের নির্দেশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই সমল্ত ভোটারদের নিজের এলাকায় নাম রয়েছে, তারপরেও এখানে এসে ভোট দিচ্ছে। তাঁরা গরীবদের বস্তি তুলে দিয়ে সেখানে বড় বড় বাড়ি বানাচ্ছে। সেই কারণে ওই বস্তি এলাকায় বাংলার বাড়ি প্রকল্পকে বাস্তবায়িত করে বস্তির বাসিন্দাদের স্থায়ী ঠিকানা করে দেওয়ার জন্য কাউন্সিলরদের এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।