কলকাতা, ১৪ নভেম্বর: জঙ্গলমহলের সফরের আগের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে নিয়ে এমন মন্তব্য করে অন্যায় করেছে অখিল, দল ওকে সতর্ক করেছে। নব্বানে সাংবাদিকদের সামনে এমনটাই বললেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দলীয় বিধায়কের এই ধরনের মন্তব্য কখনই সমর্থনযোগ্য নয়।
এরপর মমতা বলেন, "দ্রৌপদী মুর্মু খুব ভাল মহিলা। রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। ও খুব সুইট লেডি। আমি আমার বিধায়কের করা মন্তব্যের নিন্দা করছি। আমি ক্ষমাপ্রার্থী। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। অখিল যা করেছে সেটা ভুল। এরপর যদি এই ভুল আবার হয় তাহলে দল কড়া ব্যবস্থা নেবে।"
আরও পড়ুন-পথচারীদের ধাক্কা দিয়ে, মেরেধরে এগিয়ে চলল টেসলার গাড়ি, দেখুন ভয়াবহ ভিডিয়ো
দেখুন টুইট
CM Mamata Banerjee: She (Droupadi Murmu) is very nice lady. She’s very sweet lady. I condemn the uttering of my MLA. I apologise. What Akhil has done is wrong. If it happens again the future the party will take action. pic.twitter.com/yh8mMhEUGz
— Sreyashi Dey (@SreyashiDey) November 14, 2022
রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে বলে ছিলেন, "আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?"