কলকাতা, ২ ফেব্রুয়ারি: ধামসা মাদলের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফালাকাটায় বসেছে গণবিবাহের আসর, সেখানেই আদিবাসী মহিলাদের সঙ্গে তাদের হাত ধরে নাচ করলেন মমতা (Mamata Banerjee)।  মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় (Falakata) মমতা হয়ে উঠলেন ঘরের মেয়ে। আদিবাসী গণবিবাহের অনুষ্ঠানের পর সেখানকার শিল্পীদের সঙ্গে যোগ দেন আদিবাসী নৃত্যে। আরও পড়ুন:  Bhavya Lal: নাসার ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল

সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। লক্ষ্য পাহাড় দখল, চারদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছন মমতা ব্যানার্জি। পাহাড়ে পৌঁছেই চা শ্রমিকদের সমস্যা সমাধানের পাশাপাশি চা সুন্দরী প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা ঘোষণা করেন মমতা ব্যানার্জি। ফালাকাটার সভা থেকে বিজেপিকে 'বদমাশের গাছ' বলে সম্বোধন করেন মাননীয়া। মমতা ব্য়ানার্জি বলেন, 'তৃণমূল যা বলে তাই করে। কারও কারও মতো ভোটের সময় সাধারণ মানুষের কথা মনে পড়ে না। ভোটের সময় চা বাগানের শ্রমিকদের কথা মনে পড়ল? এতদিন কোথায় ছিলে। আদিবাসীরা আমাদের অহংকার।'