ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি: এবার নাসার ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল (Bhavya Lal)। আমেরিকার মহাকাশ প্রযুক্তি এবং পলিসি সংক্রান্ত কমিটির সদস্য ভাব্যা লাল প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর জো বিডেনের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দলেরও ছিলেন। সে দেশের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য তিনি। ন্যাশনাল ওসিয়েনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক প্রশাসনের উপদেষ্টা কমিটির দায়িত্ব দু’বার সামলেছেন ভাব্যা লাল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর করে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। একই সঙ্গে কেমব্রিজ থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন ভাব্যা। আরও পড়ুন-Maharashtra Shocker: ১২ জন শিশুকে পালস পোলিওর বদলে খাওয়ানো হল স্যানিটাইজার, মহারাষ্ট্রে কেলেঙ্কারি
এদিকে নাসা এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশ প্রযুক্তি নিয়ে প্রভূত অভিজ্ঞতা রয়েছে ভাব্যার। ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট -এ ২০০৫ থেকে ২০২০ সালর পর্যন্ত কাজ করেছেন তিনি।”। হোয়াইট হাউসের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি এবং ন্যাশনাল স্পেস কাউন্সিলে মহাকাশ প্রযুক্তির বিষয়ে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। সঙ্গে প্রতিরক্ষা সংস্থার সঙ্গেও কাজ করেছেন।