টিকা (Photo Credits: Wikimedia Commons)

ইয়াভাতামাল, ২ ফেব্রুয়ারি: পালস পোলিওর টিকার (Oral Polio Vaccine) ড্রপ খাওয়াতে গিয়ে ১২ জন শিশুকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানো হল। বিতর্কিত ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতামল জেলার কাপসিকোপরি গ্রামের ভানবোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় অভিযোগের তির ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকে উঠেছে। জানা গিয়েছে, এই তিনজনের উপস্থিতিতেই ১২জন শিশুকে পালস পোলিও খাওয়ানোর বদলে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে শিশুদের মধ্যে একজনের বমি শুরু হয়। এরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ১২ জন শিশুকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনা ওই তিনজন স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আরও পড়ুন-Winter In West Bengal: ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে

এই প্রসঙ্গে ইয়াভাতামাল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল বলেছেন, অসুস্থ শিশুদের বয়স পাঁচ বছরের নিচে। তাদের অবস্থা এখন স্থিতিশীল তবে প্রত্যেককেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। পালস পোলিও খাওয়ানোর বদলে তাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছিল। কী করে এতবড় ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে এই তিনজনের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠাত তাদের সাসপেন্ড করা হয়েছে।