নয়াদিল্লিঃ বিশ্ব উষ্ণায়নের সময় দাঁড়িয়ে যখন পাখা, এয়ার কন্ডিশনার ছাড়া এক মুহূর্ত বাঁচা দায় শহরের মানুষের তখন ২০ বছর ধরে আলোর মুখ দেখেনি ওরা। অন্ধকারেই কেটেছে এতগুলো বছর। অবশেষে গ্রামে বিদ্যুৎ আসায় হাসি ফুটেছে ছত্তিশগড়ের বলরামপুর জেলার ভেস্কি গ্রামের এক বিশেষ আদিবাসী সম্প্রদায়ের মুখে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের দ্বারা বাড়িতে-বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। এই প্রসঙ্গে বলরামপুরের ডিসি রেমিগিয়াস এক্কা বলেছেন, "প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে এই প্রচার চালানো হচ্ছে। জেলার ২৩৫টি জায়গায় পাহাড়ি কোরোয়ার বসতি রয়েছে, যেখানে ৫০৭৯ লোক বসবাস করেন, যার মধ্যে ১০১১টি বাড়িতে বিদ্যুৎ ছিল না। এখন সেসব বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।" স্বাভাবিকভাবেই গ্রামে বিদ্যুৎ আসায় খুশি সকলেই। ভেসকি গ্রামের প্রধান ভজন রামের কথায়, "গত ২০ বছর ধরে গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি। বাসিন্দারা গত ১৫-২০ বছর ধরে অন্ধকারে বাস করছিলেন। সেই কষ্টের দিন দূর হল। আমরা খুশি।"
আদিবাসীদের মুখে হাসি ফোটাল কেন্দ্রীয় সরকার
#WATCH | : People from the Particularly Vulnerable Tribal Groups (PVTGs) get huge relief as after 20 years, their houses get electricity under the Pradhan Mantri Janjati Adivasi Nyay Maha Abhiyan (PM-JANMAN) in the Bheski village of Balrampur District. pic.twitter.com/f2Ey6z0XL9
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 17, 2024
বলরামপুরের ডিসি রেমিগিয়াস এক্কার বক্তব্য
#WATCH | Balrampur DC Remigius Ekka says, "This campaign is being carried out under the Pradhan Mantri Janjati Adivasi Nyay Maha Abhiyan (PM-JANMAN). There are settlements of Pahadi Korwa at 235 different places in the district, in which 5070 people are residing, out of which… https://t.co/zprzRxVBWq pic.twitter.com/aRCDwmLf4L
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 17, 2024
কী বলছেন ভেসকি গ্রামের প্রধান ভজন রাম?
#WATCH | Sarpanch of the Bheski village, Bhajan Ram says, "There was no electricity for the past twenty years. Now electricity has been provided and we are greatly relieved from it. The residents lived in darkness for the past 15-20 years..." pic.twitter.com/QaYneKO1et
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 17, 2024