গতবছর থেকে মহালয়ার আগেই পুজো উদ্বোধন করা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই নিয়ে তখন থেকেই শুরু হয়েছিল সমালোচনা। এবার অবশ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে এসে আগে থেকেই সেই সমালোচনার উত্তর দিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, "ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অতটা বোকা মানুষ নয়। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে নেই সেকথা আমি জানি"। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন এটা পুজো উদ্বোধন নয়, আজ থেকে উৎসবের সূচনা করা হল। রাজ্যের দমকলমন্ত্রী সূজিত বসুকে নিয়ে শ্রীভূমির পুজো ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। সকলকে দেখে হাত নাড়লেন, জোর হাত করে প্রণামও করলে। সেই সঙ্গে কখনও ঢাক বাজালেন, কখনও আবার ধামসা বাজাতেও দেখা গেল তাঁকে।
শ্রীভূমিতে এসে মমতা জানালেন, তিনি যথেষ্ট ধর্মচর্চা করেন, এমনকী তাঁর বাবাও আগে চণ্ডীপাঠ করতেন। ফলে পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে অযথা সমালোচনা না করাই ভালো, এটা সমালোচকদের আগে থেকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন শ্রীভূমি এসে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বন্যাত্রাণের ঘোষণাও করা হয়। একই সঙ্গে বীরপাড়া ও দুবরাজপুরের জন্য ফায়ার ব্রিগেড বাইকের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Durga Pujo is just around the corner, and today, I had the pleasure of visiting the grand Sreebhumi Durga Pujo!
This year, the pandal beautifully captures the spirit of the Venkateswara Temple in Tirupati, Andhra Pradesh – a stunning fusion of art, devotion and culture.
I also… pic.twitter.com/ULg0f9OvTH
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2024
এবারে শ্রীভূমির পুজোর থিম তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির। আর কলকাতা অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে বরাবরই দর্শকদের শীর্ষতালিকা থাকে শ্রীভূমি। ফলে পুজোর চারটে দিন যে জনতার ঢল প্রতিবছরে নামে, সেই ভিড় এড়াতেই পুজো উদ্বোধন হওয়ার কারণে অনেকেই আগে থেকে শ্রীভূমিতে প্যাণ্ডেল হপিং সেরে ফেলবেন বলে বিশ্বাস পুজো উদ্যোক্তাদের।