অবশেষে রবিবার রেড রোডে অনুষ্ঠিত হল বহু প্রতিক্ষিত দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival 2025)। বৃষ্টি মাথায় নিয়ে নাচে গানে জমজমাট হল এই উৎসব। এবারের কার্নিভালে যোগ দিয়েছে ১১৩টিরও বেশি পুজো কমিটি। প্রতিটি পুজো কমিটি প্রতিমার সঙ্গে ট্যাবলো নিয়ে হাজির হয়েছিল। সঙ্গে ছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। অন্যদিকে দেশবিদেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, পর্যটকরাও উপস্থিত ছিলেন। এবারে বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসার বন্দোবস্ত করা হয়নি। বরং বসার জায়গাগুলিতে কাপড়ের ছাউনি দেওয়া ছিল।

উপস্থিত ছিলেন কারা?

এবারের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। ঢাকের তালি তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ, সোহ চক্রবর্তী, ঐন্দ্রিলা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাইমা সেন, যীশু সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, তৃণা সাহা, পায়েল দেবের মতো বড়পর্দা, ছোটপর্দার একাধিক তারকা উপস্থিত ছিলেন।

কোন কোন পুজো যোগ দিল এবারে?

এদিন দক্ষিণ কলকাতার বেহালা নতুন দল, বালিগঞ্জ কালচারাল, চেতলা অগ্রণী ক্লাব, অজেয় সংহতি, উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ সহ একাধিক হেভিওয়েট পুজো কমিটি এবারের কার্নিভালে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানের শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা নিয়ে। এদিকে মুখ্যমন্ত্রীর এই কার্নিভাল নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় সরব বিজেপি। একদিকে বন্যার জলে ঢুবছে উত্তরবঙ্গ, অন্যদিকে কার্নিভালে ব্যস্ত মুখ্যমন্ত্রীী রবিবার কলেজ স্ট্রিটে এই নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচিও করেছেন।