Jakir Hossain Attacked Update:জাকির হোসেনের উপরে হামলার তদন্তে নিমতিতা স্টেশনে সিআইডি, মন্ত্রীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
নিমতিতা স্টেশনে সিআইডি (Photo Credits: @SreyashiDey Twitter)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: বুধবার নিমতিতা স্টেশনে বোমা হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। তিনি কলকাতার ট্রেন ধরতেই স্টেশনে এসেছিলেন। এই মুহূর্তে এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন মন্ত্রী জাকির হোসেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ইতিমধ্যেই হামলার ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। বৃহস্পতিবার সকালে সিআইডি-র একটি দল নিমতিতা স্টেশনে পৌঁছেছে। আধিকারিকরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। রেললাইনে নেমেও চলে তাঁরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। ঘটনাস্থলে চারদিকে ছড়িয়ে রয়েছে বোমার টুকরো। বিস্ফোরণ কীভাবে ঘটল তা বোঝার চেষ্টা চালাচ্ছেন। এনিয়ে জঙ্গিপুর থানার পুলিশের সঙ্গে সিআইডি কর্তাদের আলোচনাও হয়েছে একপ্রস্থ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

বিস্ফোরণের মাত্রা ঠিক কতটা ছিল তা জানতে ও নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেনসিক টিম। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বোমা বিস্ফোরণে জখম ইজাদ হোসেন। তিনি জানান, দলী. কর্মীরা নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের জন্য অপেক্ষা করছিলেন। মন্ত্রী স্টেশনে পৌঁছালে ২ নম্বর প্ল্যাটফর্মে একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেটি সরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এদিকে বিস্ফোরণের প্রতিবাদে এদিন সকালে জাকির হোসেনের অনুগামীরা রঘুনাথগঞ্জের ওমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে যানজটের সৃষ্টি হয়। বুধবারের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মধ্যেও রয়েছে অসঙ্গতি। প্ল্যাটফর্মে ব্যাগবোঝাই বোমা পড়ে থাকায় রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।  আরও পড়ুন-WB Assembly Elections 2021: একুশের ভোটে তুঙ্গে বৃহস্পতি, আজ দক্ষিণে মমতা-অভিষেক; সাগরে অমিত শাহ

এদিকে এসএকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটের তরফে জানানো হয়েছে আক্রান্ত মন্ত্রী জাকির হোসেনের অবস্থা এখন স্থিতিশীল। মেডিক্যাল টিম ঠিক করবে অস্ত্রোপচার নিয়ে কী সিদ্ধান্ত হবে। এই ঘটনায় আহত আরও চারজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনার্ তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরি, ফিরহাদ হাকিম প্রমুখ। বলাবাহুল্য, জাকির হোসেনের চিকিৎসার যাবতীয় তদারকি করছেন ফিরহাদ হাকিম।