CM Visit to Furfura Sarif (Photo Credit: X)

ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন। উন্নয়ন প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের প্রেক্ষিতে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রমজান মাস উপলক্ষ্যে ফুরফুরা শরিফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই সফরে পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফে যাচ্ছেন।২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী আসেন তারপর ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তিনি সেখানে যান। তারপর ২০২৬-এর ভোটের আগে এই বৈঠক নিয়ে আগ্রহী সব পক্ষই।

 

মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফুরফুরা শরিফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে।

মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ যাওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দমদম বিমানবন্দরে শুভেন্দু অধিকারী বলেন, "প্রতিবার বিধানসভা নির্বাচনের আগে ভোটব্যাংক একত্রিত করতে ফুরফুরা শরিফে যান মুখ্যমন্ত্রী । ২০১৬ সালের নির্বাচনের আগেও গিয়েছিলেন । মাঝে পাঁচ বছর ফুরফুরা শরিফের কথা ভুলে গিয়েছিলেন । ওখানকার সংখ্যালঘু মানুষদের কথা ভুলে গিয়েছিলেন । এখন আবার ভোট আসছে, তাই ফুরফুরায় যেতে হবে ।"