Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ২৩ নভেম্বর: ঠাণ্ডা  (Winter In West Benga) যেন ভোজবাজির মতো কোথায় উবে গেছে। বঙ্গবাসীর দুয়ারে এখন মেঘের আনাগোনা।  এমনকী, আজ মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি রয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে গোটা সপ্তাহে দক্ষিণঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দিনভর আকাশে থাকবে মেঘের ঘনঘটা। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস জানাচ্ছে,  বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয়বাষ্প ঢুকেছিল রাজ্যে, তার জেরেই উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আরও পড়ুন- Kolkata Metro: বৃহস্পতিবার থেকে টোকেন ফিরছে কলকাতা মেট্রোয়

এদিকে আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর কলকাতা। লাগোয়া বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও একই রকম। তবে কলকাতায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।