বিজেপি পতাকা(Photo Credits: IANS)

কলকাতা,২ জুন, ২০১৯:‌ রবিবারেও ফের উত্তপ্ত খেজুরি (Khejuri)। তৃণমূল বিধায়ক (TMC MLA) রঞ্জিত মণ্ডলকে আটকে রেখে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ তৃণমূল বিধায়ক তাঁদের মারধর করেছে। তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। রবিবার কণ্ঠিবাড়িতে গাড়ি করে যাচ্ছিলেন বিধায়ক রঞ্জিত মণ্ডল (Ranjit Mandal)। আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।

বিজেপি (BJP)কর্মীদের অভিযোগ, গাড়ি থেকে নেমে তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডল তাঁদের মারধর করেন। অমিত জানা ও চন্দন বারিক নামে দুজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ, বিধায়ক এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন। তৃণমূল কর্মীদের বাইরে থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

পুলিস গিয়ে কণ্ঠিবাড়ি থেকে তৃণমূল বিধায়ককে উদ্ধার করে। এরপর বিক্ষোভ শুরু হয় বীরবন্দর বাজারে। লাঠিসোঁটা, কুঠার নিয়ে বিক্ষোভ নামেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিসকে গ্রামে ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষের মাঝে পড়ে এক সিভিক ভলেন্টিয়ারের মাথা ফেটে যায়।