Gun Shooting. (Photo Credits: Twitter)

কলকাতা, ৬ অগাস্ট: কলকাতায় ভারতীয় জাদুঘরে (Indian Museum) গুলি চলল। সন্ধে ৬টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটেছে জাদুঘরের বারাকে। এক সিআইএসএফ জওয়ান (CISF Jawan) দুই সহকর্মীকে লক্ষ্য করে গুলি (Shoots) চালান। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই সিআইএসএফ জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালান।

সূত্রের খবর, কমপক্ষে ২০-থেকে ২৫ রাউন্ড গুলি চলে জাদুঘরের সিআইএসএফ ব্যারাকে। এখনও ব্যারাকের ভিতরেই রয়েছেন গুলি চালানো জওয়ান, তাঁকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকাটি ঘরে ফেলা হয়েছে। যার কারণে যান চলাচলে প্রভাপ পড়েছে। আরও পড়ুন: SSC Recruitment Scam: জেলে কীভাবে কাটছে পার্থ-অর্পিতার, তাঁরা কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন?

২০১৯ সালের ডিসেম্বরে জাদুঘরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সিআইএসএফ। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত জাদুঘরটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।