Barrackpore BJP Leader Murder: মণীশ শুক্লার হত্যার তদন্ত করবে সিআইডি, টিটাগড়ে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, ছোড়া হয় কৌটো বোমাও
টিটাগড়ে বিজেপির বিক্ষোভ (Pictue Source: Himalayan Mail Twitter)

বারাকপুর, ৫ অক্টোবর: রবিবার বিজেপি নেতা মণীশ শুক্লা (Manish Shukla) খুনের জেরে উত্তপ্ত বারাকপুর (Barrackpore)। আজ টিটাগড়ে (Titagarh) পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এমনকি কৌটো বোমাও ছোড়া হয়। পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনার জেরে অবরুদ্ধ বিটি রোড। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় টিটাগড়ে। ইতিমধ্যে ঘটনায় সিআইডি তদন্ত হবে বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। টিটাগড়ের অশান্তির জেরে উত্তপ্ত কলকাতাও। আজ মণীশ শুক্লার ময়নাতদন্তের আগে এনআরএসে ঢুকতে চায় বিজেপি নেতৃত্ব। পুলিশ বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। দীর্ঘ বচসার পর অবশেষে কয়েকজন বিজেপি নেতাকে এনআরএসের ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।

আরও পড়ুন, টিটাগড়ে মণীশ শুক্লা খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল বিজেপি

রবিবার সন্ধ্যারাতে টিটাগড় থানার ঢিলছোঁড়া দূরত্বে দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ হলেন বারাকপুরের ডাকসাইটে বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিংয়ের ডানহাত মণীশ শুক্লা। হাওড়ার দলীয় সভা সেরে সবে বিটিরোড লাগোয়া ওই পার্টি অফিসে ঢুকছিলেন মণীশ। সেই সময়ই বাইকে চড়ে ঘঠনাস্থলে এসে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়ে উধাও হয়ে যায় দুষ্কৃতীর দল। তড়িঘড়ি তাঁকে স্থানীয় বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়। তখন ঘড়িতে আটটার কাঁটা কিছুটা এগিয়ে গিয়েছে। হাসপাতালে বিজেপি নেতার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের লাগোয়া এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন (Manish Shukla Murder)। এই ঘটনায় সোমবার ১২ ঘণ্টা বারাকপুর বনধের ডেকেছিল বিজেপি।