২০২১ সালে মায়াপুরে (Mayapur) এক ঘি ব্যবসায়ীকে গুলি করে খুন করেছিল একদল দুষ্কৃতী। এই ঘটনার পর কেটে গিয়েছে সাড়ে চার বছরেরও বেশি সময়। এরমাঝে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত অলোক সরকার ওরফে আলোয় গোবিন্দ দাস। অবশেষে দিনকয়েরক আগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় সে। ট্রানজিট রিমান্ডের মাধ্যে নদিয়ায় আনা হয় অভিযুক্তকে। বুধবারই তাঁকে পেশ করা হয় আদালতে। বাকিদের খোঁজে এখনও অব্যাহত রয়েছে এই অভিযান।
তিনদিন আগে গ্রেফতার এক ব্যক্তি
জানা যাচ্ছে, এর আগে চলতি মাসেই এই ঘটনায় আব্বাস আলি শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল। ঘি ব্যবসায়ী রিপন দাসকে অলোক যে অস্ত্র দিয়ে থুন করেছিল, সেই অস্ত্র দিয়েছিল আব্বাস। যদিও তাঁকে জেরা করেই অলোকের নাগাল পুলিশ পেয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মোট গ্রেফতার ৩
প্রসঙ্গত, ২০২১-এর ১ ফেব্রুয়ারি রাতে নবদ্বীপের মায়াপুরের গৌরনগরে রিপন দাসকে গুলি করে খুন করা হয়ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই মামলার তদন্তভার নেয় সিআইডি। তখন এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়ছিল। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতার ৩।