কলকাতা, ২১ ডিসেম্বরঃ বড়দিনের সাজে সেজে উঠতে শুরু করেছে শহর কলকাতা (Christmas 2022 in Kolkata)। জ্বলে উঠতে শুরু করেছে কলকাতায় আলোর মেলা। বড়দিনের আলোয় ঢাকা পড়েছে তিলোত্তমা (Kolkata)। বিগত দুই বছরের করোনা (Corona Virus) অতিমারি কাটিয়ে এই বছরে যেন আরও বেশি করে উৎসবের আমেজ উপভোগ করতে চাইছে কলকাতাবাসী। ক্রিস্টমাসে জনজোয়ারে ভাসতে চলেছে পার্কস্ট্রিট চত্বর (Park Street)। বছরের এই একটা সপ্তাহ জুড়ে পার্কস্ট্রিট হয়ে ওঠে জমজমাট। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আলো আর আলো। বড়দিনের ছুটিতে কলকাতার ১০টি সেরা আনাচে-কানাচে দর্শনীয় স্থানের সন্ধান রইল আপনার জন্য
বড়দিনের সাজে কলকাতা, দেখুনঃ
#WATCH | West Bengal: City of Joy Kolkata glitters with the colours of Christmas as it's all embellished with lights amid the festive celebration ahead of New Year. pic.twitter.com/pgqPdSZwIY
— ANI (@ANI) December 20, 2022
ঠিক দুর্গা পুজো, কালি পুজোর মত করে ক্রিস্টমাসেও সেজে ওঠে এই মায়ানগরী। হৈ হৈ করে বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে ক্রিস্টমাসের এই এক সপ্তাহ ঘুরতে বেরোয় শহরবাসী। আলোয় মড়া রাতের কলকাতা বড়দিনকে যেন অন্য মাত্রা দেয়। কলকাতার ছোট বড় সমস্ত চার্চে এই দিনগুলোতে সহস্র মানুষের ভিড় জমে। মোমবাতি জ্বালিয়ে যীশুর কাছে প্রার্থনা জানায় সকলে। সেই সঙ্গে থাকে কেক কেটা, উপহার দেওয়া নেওয়া করা। সব মিলিয়ে একেবারে জমজমাট কলকাতার ক্রিস্টমাস উদযাপন। খ্রিস্টমাসে কলকাতার কোথায় যাবেন, কোন চার্চ ঘুরবেন, রইল সন্ধান