নয়াদিল্লিঃ উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra Case) প্রকাশ্যে সালিসি সভায় যুগলকে বেধড়ক মারধর। গ্রেফতার তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিবি। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এ বার চোপড়া কাণ্ডের নির্যাতিতদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। দিল্লি থেকে ঝটিকা সফরে উত্তর দিনাজপুর যাওয়ার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত কোচবিহারে নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করেন তিনি। নয়াদিল্লি (New Delhi) থেকে বাগডোগরা পৌঁছে সরাসরি কোচবিহারে চলে যান। সেখানেই অপেক্ষা করছিলেন ওই যুগল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বর্তমানে কোচবিহার সার্কিট হাউসে আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমকে নির্যাতিতা বলেন, "রাজ্যপাল আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সমস্ত আস্থা হারিয়েছি।" সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে নির্যাতিতা এও জানান, তিনি বিজেপি করেন। প্রসঙ্গত, প্রকাশ্যে এসেছে চোপড়ার ‘নীতি পুলিশি’র ভিডিও। যেখানে দেখা গিয়েছে, পরকীয়ার ঘটনায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে এক তরুণীকে। নির্যাতনের শিকার তাঁর পুরুষসঙ্গীও। 'অপরাধ' পালিয়ে বিয়ে করে সংসার পেতেছিলেন তাঁরা। সেই কারণেই তালিবানি নির্যাতনের শিকার হন এই যুগল। এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। চলছে শাসক-বিরোধীর তর্জা। আপাতত পুলিশের জালে মূল অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবি। এই ঘটনায় শোকজও করা হয়েছে চোপড়ার আইসিকে।
STORY | Bengal Governor C V Ananda Bose meets Chopra flogging victims in Cooch Behar
READ: https://t.co/x7q4FPTzgH pic.twitter.com/iDukj92LRC
— Press Trust of India (@PTI_News) July 2, 2024
দেখুন কী বলছেন নির্যাতিতা
VIDEO | Chopra assault case: "The Governor said that he will look into the matter and that he is standing with me. I have lost all faith in Mamata Banerjee and the state police," says the victim after meeting West Bengal Governor CV Ananda Bose.
(Full video available on PTI… pic.twitter.com/3n0lvZgFRA
— Press Trust of India (@PTI_News) July 2, 2024