কলকাতা, ৬ মার্চ: দিন দুয়েক পরই দোল উৎসব (Holi)। অন্যবারের মতো এবার ভাঁটা পড়েছে পিচকিরি আর রং কেনায়। এর কারণ করোনাভাইরাসের (Coronavirus) করাল গ্রাস। করোনা ভাইরাসের ত্রাসে ত্রস্ত গোটা বিশ্ব। চিনের উহান শহর (Wuhan) এর মূল কেন্দ্র। তাই গৃহবন্দী চিন থেকে বন্ধ আমদানি, রপ্তানি।তাই এবারের রং উৎসবে চিনা রং-আবির নিয়ে তাই ভীত মানুষ। দোকানে মাছি মারছেন পিচকারি বিক্রেতারা।
এদিকে চিনে রপ্তানি বন্ধ থাকায় দাম বেড়েছে পিচকিরির। প্রায় ২০% দাম বেড়ে ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। রিপোর্ট অনুযায়ী, ভারত চিন থেকে প্রায় ৯০ শতাংশ হোলি সংক্রান্ত সামগ্রী বিক্রি করে। এ বছর নোভাল করোনা ভাইরাসের জেরে যা একেবারেই বন্ধ। এমনকি কাঁচামালও আসে চিন থেকে। যা ভারতে তৈরি হয়ে তা বাজারে আসে। সেদিকেও এক জোর ধাক্কা। আরও পড়ুন, করোনাভাইরাসের জের, বিশ্বজুড়ে মৃতের হার ৩.৪%, জানাল Who
এছাড়াও, মানুষের মনে ভয় রয়ে গেছে কোনওভাবে যদি করোনা রং আবির বা চিনা জিনিসের থেকে ছড়িয়ে পড়ে। তাই পিছু হটেছে অনেকেই। বিশ্বজুড়ে ৯৫ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত। চিনের বাইরে ৭২টি দেশে করোনায় আক্রান্ত ১০,৫৬৬ জন। চিন ছাড়া বাকি দেশে মৃতের সংখ্যা ৩৭ থেকে লাফিয়ে বেড়েছে ১৬৬-তে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,২০০। দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে চিন। দক্ষিণ কোরিয়া এবং ইরানেও করোনাভাইরাসের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।