শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল জলপাইগুড়িতে (Jalpaiguri)। দশচাকা লরিরর ধাক্কায় মৃত্যু হল ৫ বছরের এক নাবালকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মহিতনগরের নাওয়াপাড়া এলাকায়। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এসাকায়। প্রতিবাদে দেহ আটকে পথ অবরোধ করলেন মৃতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। অবশেষে কয়েকঘন্টা পর দোষীদের শাস্তি, এলাকায় যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ তুললেন নিহতের পরিবার।
এলাকার বাসিন্দা ছিল ওই নাবালক
জানা যাচ্ছে মৃত শিশুর নাম অভি রাউত। সে ৭৩ মোড় সংলগ্ন এলাকায় থাকত। এদিন মায়ের সাথে চিপস কিনতে বেরিয়েছিলেন অভি। রাস্তা পেরিয়ে দোকানোর উদ্দেশ্যে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, মালবোঝাই লরি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে অভিকে। ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
রাস্তা পারাপার করতে দিয়ে মৃত্যু নাবালকের
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেড়েছে লরি আনাগোনা প্রভাব। আসলে ওই এলাকায় দুটি হিমঘড় রয়েছে। ফলে সবসমই আলু নেওয়ার দন্য লরি, ট্রাক এসবের ভিড় লেগেই থাকে। তারজন্য হামেশাই যানজট থাকে ওই এলাকায়। এদিনও সেই কারণেই রাস্তায় যানবাহনের ভিড় ছিল। এরমাঝেই চিপসের দোকান যাবে বলে রাস্তা পার হতে গিয়ে মৃত্যু হয় নাবালকের।