আজ গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja)। বাংলার ঘরে ঘরে আজ চলছে বাগদেবীর আরাধনা৷ স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে ও পুজোর আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা। চলছে খুদেদের হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও পুজো শেষের ভোগ বিতরণ৷ আজকের পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে অভিনন্দন জানিয়েছেন রাজ্যবাসীকে।
টুইটারে (Twitter) একটি ছবির মাধ্যমে সবাইকে বসন্ত পঞ্চমী (Basant Panchami) ও সরস্বতী পুজোর অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে দেবী মা সরস্বতীর সামনে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির একদম উপরে লেখা আছে 'সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা'।
বসন্ত পঞ্চমী উৎসব সবার জীবনে বয়ে আনে আনন্দ। দেশজুড়ে ধুমধাম করে পালিত হয় বসন্ত পঞ্চমী উৎসব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তথা বসন্ত পঞ্চমীর দিন জন্ম হয়েছিল মা সরস্বতীর। তাই এদিন খুব আড়ম্বরের সঙ্গে পুজো দেওয়া হয় দেবী সরস্বতীর। এদিন থেকে শীতকাল শেষ হয়ে শুরু হয় ঋতুর রাজা বসন্ত কাল।